নিজস্ব প্রতিবেদক: টিভি নাটক ও চলচ্চিত্র অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার (২৪ অক্টোবর) বিকেলে সান নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদ সাজ্জাদের ভাই নাট্যজন ম হামিদ।
তিনি বলেন, 'সব শেষ, ভাই আর নেই। আজ বিকেল সাড়ে তিনটায় মারা গেছেন তিনি।'
গত ১ সেপ্টেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের আইসিউইতে ছিলেন তিনি।
ম হামিদ আরও বলেন, 'কিছু দিন আগে মাহমুদ সাজ্জাদের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। নতুন কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন চিকিৎসকরা। শেষের দিকে কিছুই খেতে পারতেন না। নল দিয়ে খাওয়ানো হত তাকে।'
তিনি বলেন, 'ভাইয়ের আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চাই।'
সান নিউজ/এনএএম
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.