চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে থমকে গেছে পুরো বিশ্বের অর্থনীতি। দীর্ঘ সময় পরেও সারা পৃথিবীতে অচলাবস্থা বিরাজমান। তবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সংকটেও রেমিট্যান্স আসার ক্ষেত্রে রেকর্ড হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই অগ্রগতি হচ্ছে দেশের রপ্তানি খাতও। সোনালী আঁশ খ্যাত পাট রপ্তানিতে বেড়েছে গতি।
২০২০-২১ অর্থবছরের গত কয়েক মাসে পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির হার বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ হওয়া সত্ত্বেও গত দুই মাসে পাট খাত থেকে বড় আকারে রপ্তানি আয় আসা বেশ আশাব্যঞ্জক।
চলতি অর্থবছরের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশ পাট ও পাটজাত পণ্য থেকে ১৯৫.৪ মিলিয়ন ডলার এনেছে। এই সংখ্যাটি এক বছর আগের এই সময়ের চেয়ে ৫০ শতাংশ বেশি।
গত অর্থবছরে ৮৮২ দশমিক ৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে সংকটে পড়া চামড়া খাতকে পেছনে ফেলে তৈরি পোশাকের পরের স্থান দখল করে নিয়েছে পাট খাত। গত অর্থ বছরে চামড়া রপ্তানি হয়েছিল ৭৯৭ দশমিক ৬ মিলিয়ন ডলারের।
করোনা ভাইরাসের কারণে গত অর্থবছরে তৈরি পোশাকসহ বড় সব খাতের রপ্তানি আয়ে ধস নামলেও পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয়ে বরাবরই দেখা গেছে উল্টো চিত্র।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৬ দশমিক ৮৭ বিলিয়ন ডলার আয় করেছে। এর মধ্যে ১৯৫ দশমিক ৪ মিলিয়ন ডলার এসেছে পাট ও পাট পণ্য রপ্তানি করে।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.